অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
টানা চোখ শরতের নীল আকাশ - ডা.শওকত আলম

সমানে সারি সারি শুভ্র  মেঘের মায়াবি চাহুনি,
মমতার শতকোটি জাদুময় স্বর্ণালী পরশ বুলায় তুলিতে।
ঝিরঝির হাওয়া দোলে কাশফি জরির হাসির মাতম,
শেফালি মহুয়ার সুঘ্রাণ সুনসান ছটা উড়ে জানালায়।
ঘাসফুল মাথা তোলে ছায়ানীড় উড়ে যায় দেয়ালি,
সাঈদা শাপলা চাঁদের কথন সেঁতুর মেঘেমেঘে মিতালি। 
লাল জোনাকি হলুদ কুমড়ো ফুলে ঘুরেঘুরে চঞ্চুরী, 
আকাশ পাতাল চোখাচোখি আলোয়ার আলো মনচুরি।
সাদামেঘ টানাচোখ শরতের নীল হাজার কাহন আকাশ,
পানামা ইয়াকুতের রূপ জ্বলে মরুর সাগর বাতাস।

সন্ধ্যায় সুখতারার মোহনিশি কুসুম জলজ লোবান,
অসীম আঁধার মিনতিমোড়ে মুড়ে রাখে প্রেমের বালাম।
ঝিলিমিলি ছায়াপথ নভঃতারা কত মায়ার বাঁধন, 
ভোরের পলোক খিলখোলে শরতপাখির মুসিরা গাঁথন।

ডা. শওকত আলম
গল্লামারী, খুলনা,
বাংলাদেশ।
লেখকঃ কবি, ছড়াকার, কথাশিল্পী, বাণীশিল্পী, মানবাধিকার কর্মী, সংগঠক, গবেষক, চিকিৎসক।