অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
খোরশেদ আলম-এর দু’টি ছড়া

ফুল চোর
গাছের ডালে তিনটি গোলাপ
সকাল থেকে দুলছিলো
সব বাগানের সেরা গোলাপ
আমার গাছে ফুটছিলো।

গোলাপ কলি লাল টুকটুক
মিষ্টি মধুর ঘ্রাণ
ভ্রমর নাচে ফুল বাগানে
নাচে মন-প্রাণ।

এখন দেখি একটাও নেই
ফুল হয়েছে চুরি
ফুল ছাড়া এই পৃথিবীটা
যেন মৃত্যুপুরী।

ফুল চোরের বিচার হবে
কই সবাই কই-
তিনটি গোলাপ চুরি হলো
তাই নিয়ে হইচই।

বাবুলাল
হাবাগোবা বাবুলাল
এলো গ্রাম থেকে
ট্রেন কেন পথ ছেড়ে
চলে এঁকেবেঁকে?

এতো লোক এতো গাড়ি
ছুটে যায় কই
কেন এতো কোলাহল
এতো হই-চই?

বড় বড় বাড়িগুলো
একা আছে দাঁড়িয়ে
সব দেখে বাবুলাল
পা-দুখানি বাড়িয়ে।

রাস্তার মাঝখানে-
বেড়া কেন দিলো হায়
রাস্তায় সব গাড়ি
কেন আজ থেমে যায়?

মোড়েমোড়ে গাড়ি থামে
যাত্রী করে ভীড়
কিছু গাড়ী দ্রুত চলে
কিছু গাড়ি চলে ধীর!

খোরশেদ আলম
ডেমরা, ঢাকা 
বাংলাদেশ