অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পরাধীন - তন্ময় পালধী

তোমার বেদীতে উৎসবের আয়োজন সম্পূর্ণ হলে
পতাকা ওড়াবে সে। তারপর স্বাধীনতাহীন
অচেতন জীবনপ্রবাহ জুড়ে অভিনয়ের দিনলিপি

সে রাস্তায় বাঁক ফিরে নতুন সকাল
কখনো গোধূলির মঞ্জিমায় স্নাত আসন্ন সন্ধ্যা
এলোচুল খুলে দিয়ে রহস্যকে ঘনীভূত করে
একইসাথে সৃষ্টি ও ধসের দোসর হয়ে।

চিনেছ কতটা জানি না। জানারই বা বৃত্ত কতটা?
তবু শরীর ছুঁয়েছে ও শরীর।
আর ভালবাসা বাঁচে হয়ত,
অথবা শুধুই গতানুগতিকতা।

উদার আকাশতলে কেবলই স্বার্থবুদ্ধি বাঁচে?
আর নেই?
ভালবাসা, প্রেম, পরিপূরকতা!
তবু তো নির্দ্বিধায় হাতটা ছেড়েছ
প্রাত্যহিক জীবনছন্দে হাঁপিয়ে  উঠেছো

আর কোনও কথা নয়। ছুটি নাও। আমি শুধু ঘুমাতে চাই।

তন্ময় পালধী
শংকরপুর, হুগলী 
পশ্চিমবঙ্গ, ভারত