এবার যে_ _ _ -সহদেব বন্দ্যোপাধ্যায়
আমার জন্য চাঁদ
তোমায়তো বলিনি-
এখনি ডুবে যেতে
এখনো যে অনেকটা সময় ধরে
দিতে হবে আলো-
নইলে সে তার পথে তোমায়
দু’চোখে ধরবে কি করে!
আমার কথা,
কেন এতো ভাবো-
বলতে পারো?
থাকনা একরাশ অন্ধকার
আমার অপেক্ষায়!
আমিতো শুরু থেকেই
সঙ্গী করেছি ঐ নদীকে-
নামহীন ছন্দহীন দূরন্ত
কূলহারা দুর্বার নদী-
যে মিশে একফালি
ঘনকাল মেঘের আড়ালে
আমি ওকে রোজ জানতে চাই-
কিভাবে হারিয়ে যাবো
ওরই মতো-
সবটা আঁধার আমাকে বন্ধু করে
টেনে নেবে তার গভীরে!
সহদেব বন্দ্যোপাধ্যায়
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
17-10-2020
-
-