অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ল্যাভেন্ডার এর ঘ্রাণ - ফরিদ তালুকদার

ক্ষত্রেরা ফুটে  আছে নতমুখ ওকের শাখায়
অভিবাদন শেষে মেঘেরাও সরিয়ে নিয়েছে তাদের ছায়া
আর কোন চেনা মুখ নেই হৃদয়ের সভায়
একাকী শুধু তুই…

স্বরলিপির পুরনো খাতা খুলে সুর তোলে রেশমী অন্ধকার
ল্যাভেন্ডারের সুগন্ধি ছড়ানো মখমলি তোর এলোকেশের ঘ্রাণ, 
বোহেমিয়ান রাতের বাতাসে তুলে শোকার্ত কনসার্ট, ফিরে আসে 
ফিরে আসে এই বুকেরই ঠিকানায়
ক্রুশ বিদ্ধ করে,  
ক্রুশ বিদ্ধ করে অক্লান্ত কোন এক প্রেমিক হৃদয়!

এ ব্যাথা আমার কাঙ্ক্ষিত সরোবর, 
মোহাবিষ্ট হৃদয়ের বেগুনি অধ্যায় তাই খুলে রাখি, এপার-ওপার… 
উন্মাদ নই ততোটা এখনো
ঝড়ো তারুণ্যের দ্রোহে, ছুঁড়ে দেয়া সম্মোহনের বিষ 
নিশীথ সমুদ্রের গহীনতা ছুঁয়ে প্রথম চেনা হৃদয়
দহন শেষের ব্যাকরণে, আগুনে আগুনের প্রশমন…
এ সবই তো তোর বুকের বাইবেলে শেখা পাঠ
নেশাদ্র নিঃশ্বাসে তাই…
তোর উত্তাল ঢেউ… 
এখনো করে উন্মাতাল
এখনো লেখে আমার ভালোবাসার সব ধারাপাত…! 
আর কেউ নেই…
আসবে না আর কেউ কোনদিন…
নীলে জাগা নিশীথের পরিত্যাক্ত এই বাতায়নে,  
পোড়ানো মোমের গন্ধে প্রিয়তমার প্রতিমা পরাণ…
আর কেউ নেই…! 
আসক্তির গোলাপী মাস্তুলে এখনো তাই, পাল তুলে রাখে…
তোরই সেই আনকোরা আঁচলের নিশান

সূর্যমুখীর বুকের আগুনে উচ্ছ্বসিত  দুপুর,
গ্রীবার ধারায় তোর মুক্তো বরণ স্বেদ বিন্দুর সেই সুগন্ধিপুর
এখনো তো এই পৌরুষে আনে প্রলয়
মানুষ তো নই… 
এখনো যে আছি তেমনি, শুধুই প্রেমিক এক
এখনো যে খুন হই তোর ছায়ার প্রশান্তি প্রণয়ে
খুন হই প্রতিদিনের ভালোবাসায়
খুন হই বিমুগ্ধ বিহ্বলতায়…

নীলিমা…..!!

ফরিদ তালুকদার। টরেন্টো