অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
কর্তব্যনিষ্ঠায় ভালোবাসা - রহিমা আক্তার রীমা

ভালোবাসা নয়তো সদ্য ভুমিষ্ঠ হওয়া কোন ভালোবাসা,
এ ভালোবাসা নয়তো প্রগৈতিহাসিক বিলুপ্ত হওয়া কোন ভালোবাসা!
এ ভালোবাসা হয়তো পারে, ধ্বংস হওয়া ট্রয় নগরীকে পুনরায় ফিরিয়ে আনতে,
এ ভালোবাসা হয়তো পারে, দ্বিতীয়বার মাদার তেরেসার কোন প্রতিবিম্ব জন্ম দিতে।
এ ভালোবাসায় আছে এতটাই আবেগ, যা পঙ্কিলতার মতো শরীরে জড়ায়,
এ ভালোবাসা এতটাই মূল্যবান, যা কহিনূরের মূল্যকে ও হার মানায়।
এ ভালোবাসার ঐক্যের বন্ধনে পৃথিবীটা স্বর্গপূরী হতে পারতো,
এ ভালোবাসার চুম্বুকার্ষণে অশান্ত সমুদ্রের ঢেউ স্থির হতো।
এ ভালোবাসার শ্রেষ্ঠত্বে "আশরাফুল মাখলুকাত" বলে সকল প্রাণী আরাধনা করতো,
এ ভালোবাসার বিশ্বাসে হয়তো শাহজাহানের তাজমহলকেউ হার মানাতো।
এ ভালোবাসার দর্শনে হয়তো ক্লিউ পেট্রার সৌন্দর্য বিলীন হতো,
এ ভালোবাসার ধ্বনিতে হয়তো আযানের সুমধুর ধ্বনির মত হৃদয় স্পর্শ করতো।
ভালোবাসার বর্ষায় ডুবে থাকবো, পদ্ম হয়ে ফুটবো বলে,
উদিত হয়ে অস্তমিত হবো, প্রজ্জ্বলিত হয়ে যাবো চলে।

জাগতিক ভালোবাসা বিলীন আজ!
অল্পতেই পড়তে চায় শ্রেষ্ঠত্বের তাজ!
শুদ্ধ ভালোবাসা ফিরে আসুক জগতে বারবার,
জীবন হোক স্বপ্নময়, হয় না যেন করুণার!!
কর্তব্যনিষ্ঠায় ভালোবাসা হোক শুদ্ধতার।।

রহিমা আক্তার রীমা
ঢাকা, বাংলাদেশ