অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
৭১ মানে - মো. শিমুল পারভেজ

মানে হায়েনাদের বর্বরোচিত
দুঃস্বপ্ন অপারেশন সার্চ লাইট,
৭১ মানে ঘুমন্ত  বাঙালির উপর
নির্যাতন হত্যার কালো নাইট।

৭১ মানে কয়েকশ লোক একত্রে 
জয় বাংলা স্লোগান দেওয়া,
৭১ মানে মায়ের কোল থেকে দুধের
শিশুকে আর ফিরে না পাওয়া।

৭১ মানে নিস্তব্ধ নদীর ঢেউ, পাখির
গান, বৃক্ষফুলে শোভিত উদ্যান।
৭১ মানে শিশুর খিদে, মায়ের শোক
মুজিবের বজ্র কন্ঠের ভাষণ।

৭১ মানে ধর্ষিত মেধাবী তরুণী
বোনের কান্নায় ফসলের ক্ষেত,
৭১ মানে রক্তে ভেজা চিঠিতে
বউয়ের  কান্না শোভিত রাত।

৭১ মানে  কিশোর যুবক বেকার
পেশাজীবীর স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান,
৭১ মানে স্বাধীন বাংলাদেশের
রূপকার মুক্তিবাহিনীর  অবদান।

মো. শিমুল পারভেজ 
চাটমোহর, পাবনা