অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ধর্ষণের বিরুদ্ধে নিবেদিত পঙক্তিমালা - এম এ ওয়াজেদ

মানুষের বসতভূমিতে হাজারো আঁধার রেখা
যন্ত্রণার পেরেকে মনন শাখা আজ বিদ্ধ 
নষ্টাচারের আদিমতা সবখানে যায় দেখা 
বিবেকের শূন্যপুরী কামনার রসে সিদ্ধ৷

মানুষ কী হেরে যাবে বন্যতার কাছে 
পশুত্বের দহন শিখা কী আরো জ্বলবে 
জনপদের আকাশে বাতাসে অথবা গাছে 
হিংস্রতার দূষিত পরগাছা কী মারা যাবে?

আবেগের নিক্তিতে ওজন করেছি পাঠশালা 
অসভ্য বুনো জানোয়ার বিশেষণ দিয়েছি ঢের
নক্ষত্র ভুলে গ্রহের সন্ধানে বের হয়েছি সন্ধ্যেবেলা
নিরন্তর খুঁজেছি তবু পাইনি বেড়েছে জের৷

প্রেমের কিশতিতে সেই কবে ধরেছে পচন 
দগ্ধীভূত মননে বাসা বেঁধেছে দজ্জাল 
সংকটের তরুমূলে ধর্ষকের ঘৃণিত বদন 
অস্তিত্বের নাড়ী টেনে ধরে ব্যর্থতার নোনাজল৷

মানবিক মরা কটালে উৎকলিকার অস্তগমন 
বৈরী আগুনের দহনে জোরে ফেলে নিঃশ্বাস 
এই মাটির রক্তাক্ত পতাকার অবনমন
ধর্ষণের ইন্তেকালে উঠে দাঁড়াবে এই বিশ্বাস৷

এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ