কিছুতেই মনে পড়ছে না - হরেকৃষ্ণ দে
কিছুতেই মনে পড়ছে না যে কবিতাটা লিখব ভেবেছিলাম
যে কবিতাটার ভেতর আমার ব্লাড টেস্টের রিপোর্ট ছিল
যে কবিতাটার ভেতর আমার ব্লাড ডোনেশনের ব্লাড ছিল
যে কবিতাটার ভেতর আমার প্রেমিকের দুটো কিডনি ছিল
যে কবিতাটার ভেতর আমার মা ও বাবার ভালোবাসা ছিল
যে কবিতাটার ভেতর মা'কে হারানোর বেদনার স্বচ্ছতা ছিল
আরো অনেক অনেক কিছু ছিল
যেগুলো কিছুতেই মনে পড়ছে না
হয়তো আর মনে পড়বে না কোনোদিন
শুধু আফশোষ করেই যাব
আমার একটা কবিতা ছিল
কবিতার ভেতর রক্ত,হৃৎপিণ্ড,কিডনি আর মা বাবা ছিল
বাবা মায়ের ভালোবাসা ছিল
একটা জীবন ছিল মৃত্যু পর্যন্ত
একটা ভালোবাসা ছিল ঘৃণা পর্যন্ত
অঢেল খুশি ছিল বেদনা জুড়ে
একটা ডোনেশন ছিল অবহেলা অবধি
কিছুতেই মনে পড়ছে না
সেই কবিতাটা
স্রেফ কবিতাটার দুঃখের কথাই মনে পড়ছে
যেমনভাবে আমাকে মনে পড়বে না কিছুতেই
শুধু একটা স্বস্তির বাতাসে সবার কাছ থেকে হারিয়ে যাব কোনো এক পর্ণমোচী শীতের পত্রমোচনের ঘৃণার আবহাওয়ায়...
হরেকৃষ্ণ দে
গ্রাম পোঃ পিড়রাবনী
জেলাঃ বাঁকুড়া
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
27-10-2020
-
-