কমল কুজুর-এর দু’টি কবিতা
কাশফুলে দোলে ভুবন
একটু পা চালিয়ে এস।
সময় ঢের গিয়েছে চলে
হিসেবের খাতা শূন্য রইল পড়ে
রাঙা সকাল আন অলসতা ছুড়ে ফেলে ।
বছরের পর বছর করেছে শোষণ হিংস্র বেনিয়ার দল
গঞ্জনার যাতাকলে পৃষ্ট হয়ে কেঁদেছে মনুষ্য সকল।
জঞ্জালের ভারে শুকিয়ে হয় কাঠ
কাক চক্ষুর সমুদ্র নিরন্তর।
অবশেষে
নক্ষত্রমন্ডলের আলোয় আলোকিত প্রকৃতির সংসার
অদম্য যোদ্ধা এক করে সাবাড় সমস্ত দূষণ
ঈশ্বরের শুভ দৃষ্টিতে পায় ফিরে
- নব জীবন।
হৃদয় ছোঁয়া গরল
যে চোখ তোমার দেখা পায়না
সে আকাশ দেখবে কেন?
তার তো থাকতে নেই আকাশে বাসা
বানাবার সাধ!
যে কর্ণযুগল তোমার মধুকণ্ঠ
শুনতে অপারগ, সঙ্গীতের সুরে
তার কী কাজ?
সুরের সাথে তাইতো তার
- চিরন্তন বিবাদ।
যে ত্বক তোমার ছোঁয়াহীন,
সেই ত্বক সতেজ থাকবে কেন?
তার বৃক্ষের মরা পাতার
মতোই ঝরে পড়া দরকার!
যে হৃদয় তোমার চাওয়া ছাড়াই ফুটিয়ে চলেছে
হাজারটা রক্ত গোলাপ,
তার কাঁটাতেও থাক বিষাক্ত
সর্পের বিষ! হালকা ছোঁয়াতেই
নীল করে মারুক
মনুষ্য সকল!
কমল কুজুর
কবি ও বাচিক শিল্পী
দিনাজপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
27-10-2020
-
-