অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মানুষ বদলে পশু হয় - সেলিনা শেলি

মানুষ বদলে পশু হয়
খন নিশি বদলে দিবস হয়
নদী বদলে সাগর
           যেমন
আপন বদলে পর হয়।
এখন ভূমি বদলে বড় বড় অট্টালিকা হয়
একতলা থেকে এক'শ।

এখন কেউ আশে-পাশে পিছে তাকায় না,
চোখের এক ইঞ্চি আগেই যেন পাহাড় খনি
এটা ধরতেই চাই। 
এখন বড় আরও বড় হয়
আর ছোট আরও ছোট্ট হয় পিঁপড়ে স্বরূপ।

এখন মানুষ বদলে নাকি বিষ্ঠার পোকা ও হয়
এডিস, অ্যানোফিলিস মশা ও হয় মানুষ!
অবাক কথা কি জানেন?
মানুষ নাকি পশু ও হতে  জানে
কুকুর থেকে শুরু করে বাঘ, সিংহ
এমনকি হায়না ও হতে পারে।
কী কান্ড, এতে পশুদের মহা আনন্দ
মানুষ পশুর কাতারে!

তবে দুঃখের কথা কী জানেন?
পশুরা মানুষ হতে পারে না
কেবল মানুষ বদলায়,
নির্বোধ পশু চিরকালই পশু থেকে যায়।

সেলিনা শেলি। যুক্তরাজ্য