অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শবযাত্রা - রঞ্জনা রায়

মি হাঁটছি
আমার দুপাশে অসংখ্য শববাহী গাড়ি
আমার সঙ্গে হাঁটছে
আমার গতকাল , আজ
কিংবা আমার আগামিকালের সব ছায়াশরীর।
আমার অতীত আর বর্তমান আমাকে গড়ে তোলে
আমি ঝরাফুলের সুগন্ধে বিষণ্ণ হব না আজ
আমার ছায়াশরীর দেখেছে
অর্জুনহীন উলুপীর দুঃখরাত।

প্রেম একটি উড়ে আসা প্রজাপতির মতো
আমাকে ছুঁয়ে গেছে বারবার
সেইসব ছোট্ট ছোট্ট অবসরে জেগেছে শরীর
প্রেমিকের চুমুগুলো যেন জ্যোৎস্নার বালিশ।

রাত শেষ হয়
আমার ছায়াশরীর একা হাঁটে
ভাদ্র দুপুরের খর রোদে
প্রেমিকের নাটুকে ছলাকলা
শুকনো আঁশের মতো ঝরে যায়।
আমি আর আমার ছায়াশরীর
তীব্র ক্লান্তিতে একা হই
কারণ শবযাত্রার সময় এসেছে।  

রঞ্জনা রায়। কলকাতা