অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নারী - ইলা সূত্রধর

ক্ষী রূপে বিরাজ করি 
বিদ্যাতে সরস্বতী 
বিন্দু থেকে সিন্ধু গড়ি
প্রকৃতির রূপবতী 

দুষ্টু আমি দমন করে
সৃষ্টের ভালোবাসি
দানব যদি অস্ত্র ধরে
তাদের সর্বনাশী

জননী আমি মমতাময়ী
সবার অন্নপূর্ণা 
বিনাশ কালে সর্বজয়ী
জগতে সম্পূর্ণা

সব বিপদ মাথায় নিয়ে
মহাকাল ছুয়ে থাকি
মহামারীর প্রলেপ দিয়ে
সুখ ও শান্তি রাখি

পুরুষ আজো সমাজ পিতা
নারী থাকে নিজ বলে
আশ্রয় দেয় প্রেয়সী মিতা
সোহাগের শতদলে

ইলা সূত্রধর
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর