অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অদিতি - সহদেব বন্দ্যোপাধ্যায়

যেখানে আলো শেষ
সেখানেই শুরু হয় আঁধার 
আঁধার ভেঙে পেরোলেই 
বুঝিবা আবার নতুন দিনের শুরু!
মেঘ ভাঙে না আকাশ 
বৃষ্টি যখন শুরু?
ঝরে পরে প্রান্তরের বুকে
এভাবেই ঝরতে থাকে
যুগযুগান্ত ধরে- 
হাজার প্রান্তরের বুকে!

শান্ত সমাহিত শেষ রাত 
ভোরের আলো-
এখনো ফুটতে আছে দেরি
আজ মেঘ উঠেছে জেগে-
হে অদিতি,
তুমিতো সীমাহীন 
তুমিইতো অনন্ত বিস্তার 
তুমি অতীত, তুমিই ভবিষ্যৎ 
সৃষ্টি তোমার পৃথিবী ,আকাশ 
অজ্ঞানে জ্ঞানের আলো তুমি
অফুরান শক্তির ভান্ডার সূর্য 
তোমারই সন্তান!
তুমি আজ-
যে মেঘ ভাঙে অশ্রু হয়ে
তোমার প্রান্তর বুকে -
তাকে লক্ষ কোটি টুকরো করে
আলোকের ঝর্ণাধারায় ঝরিয়ে দাও
এক প্রান্তর থেকে,
কোটি প্রান্তর বুকে!
সবুজ জেগে উঠবে 
আলো ঝলমল সোনা রঙে
বনানীর প্রান্তর বিস্তৃত হবে 
রহস্যঘন অরণ্য মিশবে
ঐ মেঘ আর বনানীর 
কাজলকালো আঁখির গভীরে!

সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা