খোরশেদ আলম-এর দু’টি ছড়া
মেঘের বাড়ি
আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘের বাড়ি কই
গুড়ুম গুড়ুম বাদ্যি বাজে
বিষ্টি এলো ওই।
আকাশ জুড়ে মেঘ করেছে
আসছে ধেয়ে ঝড়
আকাশ কাঁপে বিজলি হাসে
কুঁটির নড়বড়।
ঝিরিঝিরি বিষ্টি এসে
দেয় ভিজিয়ে শাড়ি
মাঠে-ঘাটে-বাইরে যারা
যাচ্ছে ছুটে বাড়ি।
ইলিশ মাছের ইলিক-ঝিলিক
পাখিরা ওই যাচ্ছে ওড়ে
গাইছে সুরে সুরে
ডানা মেলে নীল আকাশে
দেখছে ঘুরে ঘুরে।
মুক্ত আকাশ মুক্ত পাখি
মিলেমিশে থাকে
সাঁঝেরবেলা বকের সারি
উড়ছে ঝাঁকেঝাঁকে।
গাছের ডালে পাখির বাসা
আকাশ খেলার মাঠ
ইলিশ মাছের ইলিক-ঝিলিক
পদ্মা নদীর ঘাট।
খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
12-11-2020
-
-