অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অপেক্ষা - আশিস চক্রবর্তী

পেক্ষা করে আছি ছুটি পাবো বলে।
সাদা ধবধবে চাদরে,
আমার উন্মুক্ত শরীর যখন জড়ানো হলো,
সকলে চোখ নিচে ফেলে হেসেছিল।
আমার তখন অপেক্ষার পালা।

সে অপেক্ষার শেষ দেখিনি আজও।
রাস্তা বদল হয়েছে বারংবার।
উঁচু সিঁড়ি বেয়ে কেবল ছুটেই গিয়েছি
আলোকের পথে।
অন্ধকার ভেদ করে হাতছানির মতো দেখেও
ছুঁতে পারেনি।

ইতিমধ্যে,
একহাতে কারা যেন নিঃশব্দে এসে
জ্ঞানের অলক্ষ্যে,
আঁকড়ে ধরিয়ে দিয়ে ছিল ধর্মগ্রন্থ।
আর অন্য হাত নৃবিত্তি করেছে ক্ষুধা।

অপেক্ষা করে আছি,
একটা দিন চৌকাঠ ডিঙিয়ে কেউ এসে
বলে যাবে-মুছে ফেলো নোনা জল,
দেবতারা সব পায়ের গতি বাড়িয়েছে।

অপেক্ষা করে আছি
নির্দ্বিধায় চোখ খুলে,
দ্বিতীয় শ্রেণীর শাসকের হাত ভেঙে,
মেরুদন্ড সোজা রাখবো বলে।

এখনও, অপেক্ষা করেই আছি..

আশিস চক্রবর্তী। ভারত