সমাজ-রাষ্ট্র ও প্রেম- প্রণয়- মূল্যবোধ নষ্ট মাতালের খোঁয়াড়ে বন্দি!জীবন বন্দি শোভিত সময়ের অসভ্য নিসাসের প্লাবিত অনলে!আমি বন্দি বরফ দহনে-সুখের অনলে অনলেতাঁর-ই চোখের জলে-লেলিহান স্বাদে হারানো প্রেমের চিত্র আঁকি দহনে দহনে।শৈবাল পুকুরে স্মৃতিরা ভাসে কুমারী জলের শরীরে নিরভিমান ঠোঁটের কোণে রূপোলী নক্ষত্রের বেগুনি আল্পনা। সেদিন এক চামুচ তথাকথিত মূল্যবোধ খেয়েছে আমার নিরম্বু চোখের ভেতরনিরাকুল-নিরাকাঙ্ক্ষার তাজমহলখেয়েছে রাষ্ট্র -সমাজ-আমার অতুল প্রেমের মোমের ঘরখেয়েছে আমার নিরাভরণ স্বপ্ন কানন-বহু সখের নাতিদীর্ঘ প্রেমের পাণ্ডুলিপি যেখানে নিরাবরণ চোখের জলে লিখা ছিলো-"আমি শৈবলিনী-তোরই খুঁজে অকারণ-অহংকারী মূল্যবোধের দিঘির জলে ডুবতে গেলাম আকাশ থেকে ঝাঁপ দিয়ে মরতে গেলামবাঁচালি কেনো? সে-ইতো দিলি- সব দিলিফুল দিলি তো মন দিলি না!''মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল
Ashram Bengali Magazine, Ottawa