অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ঝুটন দত্ত-এর দু’টি কবিতা

প্রতিদানে প্রাপ্তি
কজীবন ভালোবাসা ছাড়া  চায়নি কিছুই 
বিশ্বস্ত কুকুরের মতন সঙ্গী হয়েছি;
তবুও, কারো প্রিয় হইনি! 
জানি, আমার উচ্চারিত শব্দে হয়েছো রুষ্ট। 

শুনেছি যুক্তিহীন নিদারুন নিন্দা আড়ালে,
জেনেছি ভালোবাসা বিনা শর্তে চাওয়ার   অপরাধ। 

বিগত দিনের  স্মৃতির পাহাড়  ক্ষয়ে ক্ষয়ে গেছে-
পুরনো জামার বোতামের মতন, 
আমি আজ সম্পর্কের নগ্ন শরীর বয়ে যাই।

ঝরা পাতার বৃক্ষ 
ডুব দিয়ে ওঠে দেখি বদলে গেছে 
চেনা প্রকৃতির রং,
আড়ালে থাকা বৃক্ষের পাতা ঝরে গেছে জলশূন্য বেদনায়।
অনেককাল পেরিয়ে মৃতের মতন বেঁচে থাকা গাছটির মগডালে নিশ্চুপ হয়ে ঝুলে রয় একটি ধূসর কাক;
অথচ, প্রতিদিন ভোর হলেই কা কা শব্দে মুখরিত হতো চারপাশে 
সবুজ পত্র পল্লবের সতেজ বৃক্ষ হতে।

ঝুটন দত্ত 
ময়মনসিংহ, বাংলাদেশ