অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
কমল কুজুর-এর দু’টি কবিতা

শিরোনামহীন
ই হেমন্তে ধানের ক্ষেত ভরে আছে
সোনা রঙের ধানে
বক পাখি চুপ করে দাঁড়িয়ে
দূর দিগন্তের পানে থাকে তাকিয়ে
বাতাসে শুধু ফুল পাখি আর শস্য দানার গন্ধ ভাসে।
ক্রমশ রাত্রি নেমে এলেই ওঠে চাঁদ
জাগিয়ে রাখে সারা রাত মধুর ক্ষণ,
গাঢ় আঁধারে মুখোশ পরা মুখগুলি
বড়ই অচেনা লাগে
ফুল ফল নদী জল সব হয় উধাও এক নিমেষে।
এখন কার্তিকের সন্ধ্যায়
বাতাসে শুধু পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়
হাজারো সুগন্ধি ব্যবহারেও
তা ঢেকে রাখা বিষম দায়।
আচ্ছা, মানুষের ভেতরটা পচে গেলে কি এমনই হয়।

অমাবস্যার দূরদৃষ্টি
ন্তরের গভীরে ডুব দিয়ে একবার দেখে যাও
কী গাঢ় বিষাদে সারা শরীর রয়েছে ঢেকে।

অশ্রু গড়িয়ে পড়ে অবিরাম অন্তহীন মেঘমালা থেকে
সেই অশ্রুজল ক্রমে ধুয়ে মুছে যায় শংকিত বদ্বীপ।

তোমার সবুজ শাড়ির জমিন রক্ত লালে হয় পূর্ণ
সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে লাল সমুদ্র।

তবু কার্তিকের পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে যায়
ভালোবাসার ছোঁয়া নিয়ে আসবে শান্তি এ আশায়।

কমল কুজুর
কবি ও বাচিক শিল্পী
দিনাজপুর, বাংলাদেশ