সময় বচন - কাজী মাসুদ
কালের সচলে মহাকাল অতলে
আমি যে নিঠুর সময়!
আমার সকাশে জগৎ বিকাশে
ভাঙি গড়ি এ নিলয়।
কত অজ্ঞতা ভেঙেছি আমি
গড়েছি সভ্যতা,
মিশর গ্রীক সিন্ধু গুঁড়িয়ে
রচেছি আধুনিকতা।
আর্য মৌর্য গৌড় সেন
অশোক গুপ্ত পালে,
শাহী সুলতান মুঘল নবাব
বৃটিশ গ্রাসী কালে।
ফকির নাজির উজির বীর
রথী মহারথী,
রাজা রাজ্য বিদ্বান পূজ্য
গাঁথি মৃত্যু সারথি।
মানিনা কোনো প্রতাপী বুনো
রোমিও সুরঞ্জনা,
শৈশব কৈশোর যৌবন নিভিয়ে
হেনেছি বৃদ্ধাঙ্গনা।
কৃষ্ণ বরণে জনম হরণে
জগৎপুঞ্জ ধারা,
সৃষ্টি বিনাশে পুনঃ প্রকাশে
নিত্যই আত্নহারা।
নমি আমি শুধু জগত স্বামী
অসীম প্রেমময়,
প্রেমের আধারে সঁপি নতশিরে
প্রেমই মৃত্যুঞ্জয়।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
14-11-2020
-
-