অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আবু আফজাল সালেহ’র কবিতা

দিবাস্বপ্ন থেমে যাবে
স্বপ্ন দেখছি, দিবাস্বপ্ন
ঘন সবুজ বনাঞ্চল পেরিয়ে
অপার দৃষ্টিতে তাকিয়ে—
নিচ দিয়ে ভেসে যাচ্ছে সবুজ সাগর।

শস্যভূমি ডাকে আমাকে
প্রাণিগুলো বেশ সতেজও
নদী-সাগর-পাহাড় ছুঁয়ে
উঠছি তো উঠছি—
মেঘের স্তর পেরিয়ে পেরিয়ে।

মাঝেমধ্যে তারারা কথা বলে
কী শান্তি!—
কোলাহল নেই, নোংরামিও নেই এখানে—
মনুষ্যজগতের অনেক ওপরে।

কিন্তু সবকিছু বিবর্ণ হবে
এখনই দিবাস্বপ্ন থেমে যাবে।

বালুচোরায় পা আটকে যায়
লতলে আমার প্রতিচ্ছবি
সবুজ বেষ্টনীর ছায়ারা দৌড়াচ্ছে
নোনা পানিতে।

গাঙচিলের ঝাঁক গান গায় আকাশে
ঘননীলের পারে শুভ্র মেঘও—
কাছে থেকেও দূরে তুমি।

পশমী মেঘের আকাশ
নিচে ভেজা বালুচোরায় পা আটকে যায়।

তার অস্থির হাসি অচেনা লাগে
সে জোরেই হাঁটছে
রাস্তা ধরে
তেমাথায় দাঁড়িয়ে রয়েছি—
কথা হল না।

তার স্মিত হাসিখানি কিন্তু অস্থিরই;
দুটি পথই এখন অচেনা লাগে।

আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক
মদনা, চুয়াডাঙ্গা