অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
দুই ভুত - রঞ্জনা রায়

ভুত ভুত করো কেন এই রাত দুপুরে
মেছো ভুত খেলা করে যদুদের পুকুরে। 
ঘোলাজলে কুচো মাছ আছে অতি অল্প
তাই খাবে মেছো ভুত নয় এতো গল্প।
সিঁধকাটা রামু চোর দেখেছিল একদিন
সিন্নিতে মুলো খায় ভুত হয়ে রামদিন।
সেইথেকে রামু চোর সিঁধকাটা ছেড়েছে
কচুভাজা খেয়ে রাতে রামনাম জপেছে।
নাকি সুরে রামদিন গলা সাধে মাঠেতে
মেছভুত তাল দেয় তিনখানা পায়েতে।
কোনদিন দুই ভুত আসে যদি বাড়িতে
রুইমাছ ভেজে দিও কাললোহা হাড়িতে।

রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ