অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অণু – মুতাকাব্বির মাসুদ

তঃপর আমিও হাঁটতে চাই
কবিতার মস্তিষ্কে
যেতে চাই তার কোমল কোজাগরী
শরীরের ভেতর-বিন্দেদূতির
ছায়ায় অবিরত-বোধের
অনধিগম্য পথে ক্লান্তিহীন দুর্বোধ্য
অনক্ষর আলোর ছায়ায়
সেখানে কবিতার অন্তঃপুরে
আমি আর মহাকাল সুখের দহনে
মৃত্যুহীন মৃত্যুর মতো মিশে যাবো
কোনো এক বিলাসী নক্ষত্রের
অন্তর্গূঢ় রোদনের অনল পতনে!

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ