সুমন্ত দে’র দু’টি কবিতা
ব্যাকুলতা
তোমায় খুঁজে ফিরি দেশ-বিদেশে;
হদিস পেতে হন্যে হয়ে,
অকস্মাৎ না জানিয়ে ভিনগ্রহে কি যাত্রা করলে?
আমিও যাব ওই ভিনগ্রহে, তারা হয়ে; দেখব তোমায়।।
অবাক হয়ে দেখব তুমি,
আগের মতো উল বোনো না।
সলতে আলোয় ভরে তোলো না,
সকালবেলায় ফুল তোলনি।
সন্ধ্যা প্রদীপ জ্বালাওনি।
আল্পনা দাও না কল্পনা ভরে।
গৃহে সুগন্ধির রেশ ছড়িয়ে দাও না।
মুখের হাসি আগের মতোই সব ভুলিয়ে-
দেখব তোমারে, নিজের করে।।
এড়িয়ে গেলেও রেহাই নেই,
পাগল মন যুক্তিহীন হৃদয় হারা হবে।
আলগা বাঁধনে ঠিক উড়তে দেব।
কিছুই করার নেই যে আমার!
শেষে, লক্ষ তারার একটি হয়ে থাকব মোরা পাশাপাশি;
দেখব তোমারে, নিজের করে, বারেবারে।।
বলবে তুমি অবাক করা কাজ ক'র না কেন?
-তোমার মতো তুমি থাক, আমার মতো আমি।
উৎফুল্ল হয়ে, বলব আমি-
তোমার কাজ করেছ তুমি,আমার কাজ করছি আমি।
তোমার কথা ভেবে, ওই আকাশ পানে চেয়ে।।
প্রত্যাশিত
প্রথম যখন বুঝতে শিখেছিলে
প্রথাগত মানের বাইরে বেরিয়েছিলে
ভেবেছিলে,
প্রেমহীন এক প্রত্যাশিত জীবন কাটাবে।
কিন্তু, হায়রে কপাল!
অগ্রসরের প্রতিটি সর্গে অনেকের মতো -
শুধু প্রেম, প্রেম, আর প্রেম পেয়েছিলে।
চাইলেও পাবে প্রেমহীন জীবন?
সরল হিসেবে হবে গরমিল।
আশা নিরাশার হাত ধরে
প্রকৃতি, সূর্য, চাঁদ যেভাবে পারে
এত প্রেম বিলিয়ে দিতে।
মনু অংশ শুধু পারেন প্রত্যাশা ছাপিয়ে
অপ্রত্যাশিত ভাবে উপস্থিত হতে।
দুর্ঘটনার কবলে ভূপৃষ্ঠের কংক্রিটে পতিত হয়ে
চোখে অন্ধকার নেমে আসে।
ক্ষনিকের অন্ধকার কেটে আলো ফুটতেই
দেখেছিলে
ঘিরে দাঁড়িয়ে অনেক শুভেচ্ছা দূত
সাহায্য করতে বাড়িয়ে হাত, প্রত্যাশিত ।
না চীনে, না জাপানে;
আমাদের দেশে, আমাদের জেলায়,
আমাদেরই এলাকায়-
না চিনে, না জেনে শুধু প্রেম বিলিয়ে
প্রত্যাশিত ঘটনা ঘটায়।।
তবুও মাঝে মাঝেই অপ্রত্যাশিত
কিছু ঘটনা ঘটে যায়।।
সুমন্ত দে
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
23-11-2020
-
-