খেলা - ইকবাল কবীর রনজু
সুস্থ্য সবল দেহ গঠনে খেলার বিকল্প নাই
মোবাইল মাদকের নেশা ছেড়ে চলো খেলার মাঠে যাই
চাঙ্গা করে শরীর মন খেলায় সুস্থ্য জীবন যাপন
সেতু বন্ধন তৈরী করে খেলায় আনন্দ পাই
খেলা বাড়ায় কর্মস্পৃহা দূর করে বিষন্নতা
অবক্ষয় রোধ করে বাড়ায় শারিরিক দক্ষতা
করে রোগ প্রতিরোধ বাড়ায় শৃঙ্খলাবোধ
কিশোর তরুন যুবক চলো খেলায় ফিরে যাই
খেলায় সম্মান খেলায় খ্যাতি খেলায় চিত্ত বিনোদন
খেলায় অর্থ খেলায় ঐক্য খেলায় সতেজ মন
বাড়ে বল খেলার অনেক সুফল খেলা করে উচ্ছল
দেখা হবে খেলার মাঠে শোন তরুণ যুবক ভাই
ইকবাল কবীর রনজু
চাটমোহর, পাবনা
-
ছড়া ও কবিতা
-
23-11-2020
-
-