ভালোবাসার গভীর অসুখ - মুতাকাব্বির মাসুদ
বুকের অনাবৃত জমিনে অভিপ্লুত তন্দ্রাহারা
অভিমানী সুখেরা কষ্ট নিয়ে খেলে
প্রমিত ভালোবাসা দুখের চাদরে
গাঢাকা দিয়েছে কবে!
আমার অনিরুদ্ধ স্বপ্নের অনির্বাদ ভালোবাসা
কেঁদে ওঠে উশাসে উশাসে
যে মুখের আদৃত আদলের ছায়ায়
জ্যোৎস্নার জ্যোতি ছিলো দ্যোতিত
আজ মধ্য দুপুরে বন্ধ্যা আকাশে
মেঘেরা এসে সব ঢেকে দিলো
আমার ভালোবাসার গভীর অসুখ এখন
আমি তবুও বিগত স্বপ্ন-সুখের
ঋাণাদি প্রত্যর্পণে অনীহ থাকতে চাই
বোধহীন বোধাতীত ভালোবাসার কাছে!
মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
24-11-2020
-
-