অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শীতের পিঠে - পঞ্চানন শিট

শীত শীত ভাবে গায় কাঁটা দেয়
কাঁপছি সবাই বসে,
ভরছে হাঁড়ি খেজুর গাছে
মিষ্টি ভরা রসে।

রাত থমথমে নিকষ কালো
ঝিঁঝিঁ পোকা র ডাকে,
মায়ের গড়া পাটিসাপটা র
গন্ধ আসে নাকে।

মা গো তোমার সাত পুরী আর
ভাপা পিঠার বলো কত দেরি,
পিঠের ঘ্রাণে বাড়ায় খিদে
থাকতে যে আর নারি।

শিশির ভেজা শীতের সকাল
মিষ্টি রোদের আলো,
পাখিরা সব উঠল জেগে
মুছলো আঁধার কালো।

দেরি আর সহে না যে মা তাই
আনো ভরা থালে,
গোপ গপাগপ দু চারটে
দেই ভরে ওই গালে।

পঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ