অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ভেবেছিলাম - নির্মল ভৌমিক

ভেবেছিলাম তোমার আলোয় নিজেকে
আলোকিত করে নেব,
নিমিষেই ভুলে যাব 
বিদ্যুৎ বিচ্ছিন্ন নগরীর ঘোর অন্ধকার!

গ্রীষ্মের খর দুপুরে ক্লান্তি নেমে এলে
তোমার পরশে স্বস্তি পাব,
তুমি হবে আমার আজন্মের স্বস্তিকা! 

জ্যোৎস্না ভরা নিশিতে যখন দখিনা মলয় বয়বে
তোমার সারা গায়ে 
মুঠোয় মুঠোয় জ্যোৎস্নার আলো মাখব যত্ন করে! 

ভেবেছিলাম তোমাকে একান্ত আপন করে পেলে
জীবনের সবকটা বসন্ত পূর্ণতা পাবে,
এলোমেলো এই আমিটা হব নীতি নিষ্ঠ সংসারী!

রাজ্য বিহীন রাজা হব, সুখ কোরাব
দোলপূর্ণিমায় আবীরখেলা হবে 
আবীরে রাঙাব তোমার কোমল গাল, কোমল ঠোঁট 
তুমি আমি পাব অযুত লক্ষ নিযুত সুখ!

দূর থেকে বহুদূরের পথে 
আমাদের হবে ক্লান্তি বিহীন যাত্রা,
মানুষের মৌলিক প্রেম, মৌলিক ধ্যান পূর্ণতা পাবে
আমাদের যুগল জীবন ছড়াবে বিশ্বজয়ী শোভা! 

ভেবেছিলাম সুনীল আকাশ, সমুদ্রের ঢেউ
উদাস হাওয়া সব আমাদের হবে
ফসলের মাঠ সবুজে ঢাকা ঘাস 
সবখানেই সবক্ষণে আমাদের হবে পরিপূর্ণ বিন্যাস!

পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, সমস্ত উৎসব 
আমাদের দ্বৈত মিলনে হবে প্রাপ্তির অধিক প্রাণবন্ত 
আমাদের আঙিনায় প্রজাপতি 
অনাবিল সুখে উড়বে
পাখির কণ্ঠে জেগে উঠবে আমাদের প্রেমের গীতালি! 

ভেবেছিলাম জীবনের সব সুখের অনুনয় 
আমাদের প্রেম নিবাসে পাবে আশ্রয় 
আমাদের স্বপ্নগুলো মুক্ত গাঙচিলের মতো
সব বাঁধা ডিঙিয়ে উড়ে বেড়াবে!

ভেবেছিলাম ঐশ্বর্য্যের অধিক প্রেম নিয়ে
স্বর্গের দ্বার উন্মোচন করব,
পৃথিবীর সমস্ত গোলাপ, জুই, কামিনী আর বাহারি ফুলগুলো 
নিতান্তই আমাদের হবে, নিতান্তই আমাদের!!

নির্মল ভৌমিক 
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া