অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
নিষিদ্ধ প্রেম - শামিম ইশতিয়াক

তুমি আমায় কবিতা হয়ে ডাকো, 
গানের সুর নৃত্যের ছন্দ হয়ে ডাকো, 
আমি সারা দেই, 
তোমার আহ্লাদি ঠোটের মায়ায়,
তোমার কাজল মাখা আখির টানে, 
তোমার কালো কেশের একটু স্পর্শ পেতে। 
বড্ড ইচ্ছে করে তোমায় নিয়ে যাব ওই বালুর চরে, 
ধু ধু বালু, এক পাশে পানি অন্য পাশে তুমি আর তোমার শরিরের উষ্ণ ঘ্রান,
তোমার নুপুরে থাকা পাথরের সাথে বালুর চিকমিক দেখতে যখন আমি ব্যাস্ত হবো তখন তুমি বলবে এই চলোনা বালু দিয়ে ঘর বানাই, 
তখন আমি বালু খুড়ে খুড়ে তোমার জন্য বানাবো এক মনোহর ঘর,
এই ঘরে বিনিময় হবে আমাদের নিষিদ্ধ প্রেম। 
আজকাল বাতাসে তোমার ডাক শুনতে শুনতে আমি আনমনা হই, 
কল্পনায় তোমার ডাকে রোজ ভোরে গায়ে কুয়াশা মাখি, 
আচ্ছা কুয়াশা কেমন লাগে তোমার? 
তোমায় নিয়ে কুয়াশায় ভিজব একদিন, তোমার আজ্ঞুলে আমার আজ্ঞুল ছুয়িয়ে ভেজা ঘাসের উপর খালি গায়ে হাটবো দুজনে, 
তুমি যদি তখন বায়না করে বসো যে আইসক্রিম খাবো, 
আমি কিন্তু তখন বড্ড রাগ করব,  
আমার রাগ ভাজ্ঞাতে তুমি ব্যাস্ত হবে, 
আমি তোমার ব্যাস্ততা বাড়াতে রাগ কে দ্বিগুণ কিরে দিব,
তুমি তখন রাগ করে বলবে আমি আর পারতেছিনা তুমি তোমার রাগ নিয়েই থাকো,
আমি তখন মুচকি হাসি দিয়ে তোমায়  জড়িয়ে ধরে সুখ দিব, 
নিষিদ্ধ প্রেমের সুখ....

শামিম ইশতিয়াক 
শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ
কলেজ রোড, ময়মনসিংহ