অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অর্পিতা ঘোষ’এর দু’টি কবিতা

নিরুপায়
দীর্ঘ স্যাঁতসেঁতে পথ
জাদুকরের খেলা দেখছে মোহিত হয়ে।
স্পন্দন শূন্য মৌন গাছপালা সারি দিয়ে দাঁড়িয়ে,
কোথাও প্রত্নতাত্ত্বিক মহেঞ্জোদারোর খনন করছে,
বেওয়ারিশ লাশ হয়ে আগুনে পুড়ছে কেউ।
সবুজ ধানের ক্ষেতগুলোর পাতা পোকায় খাওয়া,
যুদ্ধের দামামা কানে বাজছে…
অনিশ্চয়তার সময়ের দিন বুঝি সামনে
মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে,
অহংকারের ফানুসে আকাশ ছেয়ে।

গোবেচারা জানেনা প্রতিবাদ করতে
ঝাপসা চোখে খোঁজে আলো…
সূর্য কবে জাগবে?
মনের তানপুরায় মিতালির সুর বাজবে কবে?

ছায়া
গ্ধ দিনের পর সূর্য ডোবার ছায়া লম্বা হয়,
মৃত আত্মারা গল্পের আসর সাজায়
সিঁড়ি ভাঙা অঙ্ক কষতে কষতে-
আমি হেঁটে যায় পাশ দিয়ে।
ক্রমশ কুয়াশাঘন পথের বাঁকে,
ভ্রূক্ষেপ করেনা আমায়
এখন সারা দিনরাত ধরে আমার ঘরে তারা বাস করে

অর্পিতা ঘোষ
নদীয়া, ভারত