আবু আফজাল সালেহ-এর কবিতা
কক্সবাজার সমুদ্র সৈকতে
কক্সবাজার সমুদ্রসৈকত ধরে হাঁটছি
হঠাৎই পাথরকুচির দল পায়ের পাতায়
ফেনিল শাদা ঢেউয়ে ঢেউয়ে।
নীলিমার আঁকা ছবি সাগরতলে
উড়ন্ত চিলের ছায়ায় প্রতিধ্বনি
মিষ্টি হাওয়ায় তার চুল ওড়ে
গোলাপ-খোঁপায় রোশনি।
হাত-কব্জির বন্ধন আরও দৃঢ় হয়ে যায়
আমাদের, অজান্তেই।
নীলাম্বরীর আঁচল
কামুক চড়ুইদের ওড়াউড়ি
গোলাপ-শোভিত জানালায়।
আমার চোখ ঐ দূরে
নীলাম্বরীর আঁচলের দিকে।
রাত নেমেছে
লুসিফারিন আলোর জ্বলজ্বলে পিঠে
ঘন কালো রাত নেমেছে
পাহাড় খাঁজে খাঁজে।
মাতালের গভীরতা বাড়ছেই আমার।
আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক
চুয়াডাঙ্গা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
01-12-2020
-
-