সবাই মানুষ - মুহাঃ হাবিবুর রহমান
আমার গ্রামে শীত এসেছে সব মানুষের দ্বারে দ্বারে
জীর্ন শীর্ন ক্যাথা কম্বলে কেমনে ঠেকাবো তারে।
নুন আনতে পান্তা ফুরোয় এমন আছে যারা
বাজার মূল্যের চড়া ত্যেজি ভাবে সকলি তো দিশেহারা।
খেয়ে না খেয়ে দিন পার করে হাড্ডি সার দেহ আজ প্রায়
তাদেরই দ্বারে পৌষের শীত কেবলি চোখ রাঙায়।
ছখিনা অমেলা নূরী বেওয়া ছকিম মোনছের বেটায়
হিমের সাথে করে মিতালী ভোরের কয়াশা মেখে গায়।
নাড়ার আগুনের সাজাল ধরিয়ে সুর্য্যরে অপেক্ষায়
শীতের সকাল পার করে তারা মধুর উষ্ণতায়।
আমার গ্রামে শীত এসেছে তাই ভাবনার শেষ নেই
মুক্ত বিবির শূন্য ছাউনি কি দিয়ে ভরিয়ে দেই?
খেজুর পাতার বেড়ায় থাকে কতনা অভুক্ত প্রাণ
নিরন্ন সেই মানুষ গুলোরে কে দেবে কিছু ত্রান?
বিধাতার সংসারে ভাঙা গড়ার খেল সন্ধ্যা সকাল বেলা
আজ ধনী কাল ফকির.............. তবে কেন অবহেলা?
জাত বেজাতের দোহাই দিয়ে মানুষে মানুষে ব্যবধান
সব ফেলে শূন্য কর তলে অবশেষে প্রস্থান।
আজ বেলা তাই কোনো ভেদা ভেদ নাই মানুষের জন্য কিছু করো
তুমি মানুষ হলে সবাই মানুষ, মানুষের হাতটি ধরো।
মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক, ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা
-
ছড়া ও কবিতা
-
01-12-2020
-
-