নেশা – মুহম্মদ বজলুস শহীদ
কেউ বা বসে খাচ্ছে গাঁজা,
কেউবা করে মদ্য পান,
কেউবা টানে সিগারেট-বিড়ি
কেউ বা কষে খৈনি খান।
পানের নেশায় কেউ বা পাগল
গানের নেশায় ঘর ছাড়া,
আমার নেশা ফেসবুকেতে
দিন রাত বৌ দেয় তাড়া।
বন্ধ করো রঙের নেশা
লিখে স্টেটাস লাভ নাই কোন
দেশ উদ্ধার হয় না এতে
যা যা বলি কানে শোন।
যাচ্ছে সময় হিসাব করো
হাই, হ্যালোতে লাভটা কি,
দু'দিন পরে দেখবে তুমি
বৃথাই জীবন শুধু ফাঁকি।
তার চেয়ে সব ফেলে দিয়ে
আল্লা বিল্লায় মনটা দাও
আজরাইল ওই মেলছে ডানা
পারের কড়ির হিসাব নাও।
লাইক, কমেন্ট কাজ দেবেনা,
কাজ দেবে সেই মহান রব
এ দুনিয়া ছায়ার আলোক
দু'দিন পরে মিলায় সব।
আমি বলি ঠিক বলেছো
তোমার কথার নাইকো জুড়ি,
আজকে আছি, কালকে নেই
ছুটিয়ে দেবো নেশার ঘুড়ি।
দু'দিন গেলে শপথ ভুলে
নেশার খেলায় আবার মাতি,
কেউ যদি দাও মহা দাওয়াই
আনতে যাবে রাজার হাতি ।
মুহম্মদ বজলুস শহীদ
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
10-12-2020
-
-