★এই পতাকাসবুজ মাঝে রক্তে রঙিনএই পতাকা জয়ের রক্তেমাখা মুক্তির পথ লক্ষ জীবন ক্ষয়ের। দীর্ঘ ন'মাস যুদ্ধ করেএই পতাকা পেলামজনম জনম মনেপ্রাণেকরে যাবো সেলাম। যাদের রক্তে মিশে আছেলাল সবুজের ঘ্রাণবিজয়মাখা এই পতাকারাখবে তাদের মান। ★সবুজে ঘেরা লালসবুজে ঘেরা লাল পতাকাবিজয় দিনের গান সবুজ মাঝে রক্ত মেখে গেলো কোটি প্রাণ।লাল সবুজে মাখামাখি দীর্ঘ ন'মাস ভরঅবশেষে বিজয় হাসিভরে গেলো ঘর।সবুজ মাঝে লাল রক্তবিজয় মুখে হাসিসবুজে ঘেরা লাল পতাকাবড্ড ভালোবাসি। ★দীর্ঘ ন'মাসদীর্ঘ ন'মাস লড়লো যারাএই নিশানের জন্যবিজয় মাসে ইতিহাসেহলেন তারা গণ্য।দেশের জন্য লড়তে যারা পায়নি একটু ভয়ইতিহাসে অমর তারানাই-কো তাদের ক্ষয়।দেশের তরে দিলেন যারাঅকাতরে প্রাণএই নিশানের লাল- সবুজেআজো তাদের ঘ্রাণ।আলাউদ্দিন হোসেন। পাবনা
Ashram Bengali Magazine, Ottawa