হাঁটা পথ - নিবিড় সাহা
তখনও এতটা অন্ধকার হয়নি
খানিকটা আলো ছিল, আর
তোমরা ছিলে.........
চোখ, আকাশ সব ছিল তোমাদের দখলে
তখনও কুয়াশা নামেনি এতটা
দেখা যাচ্ছিলো খানিকটা
সামনের পথ, আর
তোমাদের দাগ ছিল ভোরের আঁচলে
তখনও আলাপ ছিল বেশ
সবুজ ঘাসেদের সাথে, আর
তোমাদের সাথে.......
দুই শালিক, সিগারেট, সন্ধ্যার গলি
তখনও ছিলোনা এত ভিড়
বেশ ফাঁকা ছিল মাথা আর বুক
তোমরা ছিলে, আর
কিছু চেনা মুখ, দু একটি গানের কলি
তখনও ক্লান্তি ছিলোনা কোনো
মিছিলে, অপেক্ষায়, দীর্ঘ উপন্যাসে
তোমাদের আঁকা ছবি
সর্ষে ক্ষেতের রঙ দিগন্ত জুড়ে
এখন হেঁটে যাই মোহনার খোঁজে
গহীন এক অরণ্যের পথে
তোমাদের কথা........
ভিড়ে, কোলাহলে ঘর থেকে দূরে
নিবিড় সাহা
ইছাপুর, উত্তর 28 পরগনা
-
ছড়া ও কবিতা
-
12-12-2020
-
-