অটোয়া, শনিবার ৫ এপ্রিল, ২০২৫
পিতার মুখ - মুতাকাব্বির মাসুদ

এ লেখাটি  আজকের এই মহান বিজয় দিবসে-স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা 'বাংলার' অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে উৎসর্গিত-  মুতাকাব্বির মাসুদ

পিতার মুখ
আমার নির্যাতিত মানচিত্রের পিঠে 
অবিধেয় নয়টি মাস 
অবিস্মরণীয়-যন্ত্রণাদগ্ধ এক রক্তাক্ত উপত্যকা 
দীপ্যমান ঊনচপঞ্চাশটি মোমের প্রজ্বালক হাতে 
তবুও চলছে স্বদেশ-দুর্দম্য নহলী আবেগে 
ছাপ্পান্ন হাজার বর্গমাইল-এখন পুরো আকাশটাই 
আমার! 

আমার জয়বাংলার গুড্ডি শকুন মুক্ত 
আকাশে উড়াই আমি মন চায় যখন 
বন্ধনহীন উদ্দাম বাতাসে 
শুনি কালজয়ী সেই মহাকাব্যের ধ্বনি 
সাদা বকের সাদা পালকের মতো 
গায়ে জড়ানো সাদা পাজামা-সাদা পাঞ্জাবিতে 
কালো কোটের ছায়া 
কালো চশমার ভারি লেন্সের ভেতর 
উত্তাল সূর্যের ঢেউ 
উঁচানো সেই আঙুলের ডগায় ছিলো
আমার স্বপ্নের স্বদেশ-স্বাধীন বাংলাদেশ! 

সেই স্বপ্নপুরুষ লাল-সবুজের জলরঙ নিয়ে 
এঁকেছে হাজার বছরের অক্ষয় চিত্রকলা 
কণ্ঠে ছিলো শাশ্বত দ্বিধাহীন অমর বাণী 
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম 
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!"
আমি তাঁর গীতিময় সুর-বেঁধে দিয়েছি 
দুরন্ত পাখির ডানায়
দূর আকাশে তিরিশ লক্ষ অজর নক্ষত্রের ভিড়ে
আমার মাথার 'পর যতটুকু দৃষ্টি যায় 
অসীমের সীমানায়-শান্ত বরফনদীরও ওপারে 
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মহান স্থপতি
আমার পিতার মুখ আমি দেখেছি 
দূর-অতি দূর, শূন্যে-মহাশূন্যে 
ভাসান  মেঘের ভেলায়;স্বাধীন মুক্ত নীলাম্বরের 
নীহারিকা অঞ্চলে। 

এখন আমার শল্যশূন্য ভূমিতলে 
সবুজ ঘাসের আঁচলে-পিঙ্গল বিউগলের উদ্দীপ্ত ঠোঁটে
পিতার সেই স্বপ্নসুর আজ অনুরণিত হয় 
শব্দিত হয় নির্দ্বিধায়-নিরঙ্কুশ ষোল কোটির কণ্ঠে অনুক্ষণ 'আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি...'!

১৬ ডিসেম্বর ২০২০
মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল