মধুর লগ্ন - প্রদ্যোৎ সেন
কোন সুদূরের বাজলো বাঁশি
নীল আকাশের কোন কোণে
বিশ্ববীণায় সুর উঠেছে
দ্বিগবধূদের অঙ্গনে।
গন্ধবহ বইছে মধুর
লক্ষ্য তাহার কোনখানে?
ছোট্ট পাখি বলছে শোনো
‘নববধূর কেশবনে’।
সবুজ বনের পাতায় পাতায়
জ্বলছে আগুন দ্যাখ চেয়ে
মনের বনেও আঁচ লেগেছে
উঠছে সবাই গান গেয়ে।
আকাশ বাতাস খেপছে সবাই
কোন সুদূরের সুর শুনে
ফিঙে পাখি পুচ্ছ নেড়ে
তাল দিতেছে ঝাউবনে।
সোনার রবি পড়ছে গলে
বিশ্বমায়ের অঞ্চলে
দীঘির জলে জ্বলছে আগুন
নাচছে দেখো ঢেউ তুলে।
মগ ডালেতে ডাকছে বসে
বিরহী এক কোন পাখি
বিরহিনীর মান ভাঙাতে
‘বউ কথা কও’ কয় পাখি।
প্রজাপতি উড়ছে দেখি
পাখনা মেলে ফুলবনে
গুঞ্জরিয়া ফিরছে ভ্রমর
কৃষ্ণচূড়ায়, কাঞ্চনে।
এমন মধুর লগ্নে দেখো
কেউ বসে নেই চুপ করে
বিশ্বনাথের পূজোর যোগান
দিচ্ছে সবাই প্রাণভরে।
প্রদ্যোৎ সেন। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
18-12-2020
-
-