অটোয়া, শুক্রবার ৯ মে, ২০২৫
বিকট চিৎকার পরাজয়ের! - লুৎফুন নাহার

তোমার রক্ত কনিকায় মিথ্যের বাস
বারোমাসই সেখানে কপটতার চাষ 
অথচ চোখ জুড়ে সাজানো মায়া আর বিশ্বাস!

ডিসেম্বর এলেই তুমি বিজয়ের গান গাও 
খুঁচিয়ে খুঁচিয়ে জাগিয়ে তোল ক্ষত
মেলে ধরো একাত্তরের রক্তমাখা প্রান্তর
আকাশে উড়াও ধর্ষিতা নারীর আঁচল!

বধির হয়ে ঘুমিয়ে থাকো আয়েশে
রাতে কিংবা দিনে, ভরপেট খেয়ে 
কমফোর্ট ডুভেটে গা ডুবিয়ে;
শুনতে পাওনা কিছুতেই তাই
ফুটপাতের বস্ত্রহীনতার হাহাকার, নিরন্নতার চিৎকার!

ভূখণ্ডের বিজয়ের দিনেও 
ফুটপাত আর বস্তিতে লুটোপুটি খায় খণ্ড খণ্ড বাংলাদেশ 
বস্তুত, বিজয়ের আড়ালে এ এক বিকট চিৎকার পরাজয়ের!

লুৎফুন নাহার। ইংল্যান্ড