অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
হাস্যরস - মাহফুজ ইমরান

মি অন্যায় হলে মুখবুজে থাকি
প্রতিবাদী বলে গর্ব করি।
আমি স্বার্থের পিছে ছুটি
অমানবিক আচরণ করি,
তবু মানুষ বলে খ্যাতিমান।
আমি বিচারকে ভাবি পণ্য
চেয়ে নেই অর্থ
জিতাই মিথ্যা হারাই সত্য,
আমি ন্যায় বিচারক।
আমি জ্ঞানিকে বলি মূর্খ
ন্যায় নীতি বাদ দিয়ে
অসভ্যকে করি ভক্তি,
আমি নীতিবান।
আমি মা বাবাকে দেই গালি
করিনা শ্রদ্ধা ভক্তি,
আমি যোগ্য সন্তান।
আমি ভাই বোনের করি না স্নেহ
বড় ভাইর মর্যাদা চাই পূর্ণ।
আমি শিক্ষাগুরুর সাথে করি বেধবি
আমি যোগ্য ছাত্র।
আমি স্ত্রীকে মেরে করি খান খান
হাড়ি বন্ডে তুলি তুমুল ঝড়,
আমি শ্রেষ্ট স্বামী।
আমি নারীকে দেখি লোভানল দৃষ্টিতে
আমি সভ্য পুরুষ।
আমি ভাল ছেড়ে দেই মন্দের সঙ্গ
জীবন আঁধারে করি নৃত্য,
আমি আমাকেই বলি যোগ্য।
আমি শত্রুর সাথে ধরি সঙ্গ
প্রতিবাদীকে বলি সন্ত্রাসী,
সন্ত্রাসীকে বলি প্রতিবাদকারী
আমি আমাকে বলি যোগ্য।
আমি মানুষের সাথে করি দুর্ব্যবহার
আত্নীয়তার সাথে করি বন্ধন ছিন্ন
প্রতিবেশীর সাথে পরম হিংসা,
আমি আমাকে বলি মানুষ।
আমি মিথ্যার ছন্দে মালা গেঁথে
প্রেমিকা দুয়ারে ফুল হাতে
ভালবাসার গান করি,
আমি নাটকের মঞ্চে শ্রেষ্ঠ অভিনেতা।
আমি পরিবেশ করি নষ্ট
সমাজে প্রতিষ্ঠিত,
আমি আমাকে বলি যোগ্য।
আমি আমাকে ভাবি পরোপকারী
মানুষের ঘুম নষ্ট করি
বিবেকটাকে শূন্যে তুলি,
বিশ্বাসটুকু কেরে নিয়ে সমাজ সেবি।
আমি জনতার ভাগ্য চুরি করে দেশের প্রধান
আমি দেশের সম্পদ লুটে নেতাজী।
আমি কসাই, আমি বড় ডাক্তার।
আমি কালোবাজারি চোরাচালানি
আমি বড় ব্যবসায়ী।
আমি সাধু গুরু
বলি না নীতি কথা
ভক্ত সব হনুমান,
বলে গুরু মহান।
আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পঠিতেও ব্যর্থ,
আমি আমাকে ভাবি জ্ঞানীদের মাথা
কি হাস্যকর দুনিয়া!। 

মাহফুজ ইমরান। বাংলাদেশ