জীবন রাজবংশী’র দু’টি কবিতা
সবুজে সবুজে
প্রকৃতি তোমার অঞ্জনে-
আকাশের পাতায় পাতায়
আমার লেখা কবিতা।
গ্রীষ্মের পরন্তু বিকেলে-
নরম সোনালী রং ঢেলে সূর্য।
বৃষ্টি ধুয়ে দিয়েছে সবুজ পা
তার নূপুর ধ্বনিতে নেচেছে গোধূলি।
সবুজ ঘাসের ডগায় মুক্তার ফল,
বৃষ্টি ভেজা কিরণ আরও করে তোলে উজ্জ্বল।
ঝরা বৃষ্টি বয়ে যায়-
নব যৌবন তরুণীর কটি নিম্ন ঘেঁষে,
ঘাস ফড়িং খেলা করে সবুজের দেশে।
সবুজে সবুজ মিলছে,
খোলা আকাশের নীচে।
জল পানি ওয়াটার
ওরে... এলাম গেলাম
পেলাম শুধু যন্ত্রনা,
জীবনে এসে-
জীবন আর খুঁজে পেলাম না।
আহ্লাদ বলো যিশু বলো কৃষ্ণ বলো
কয় জনা?
বিভেদের উর্দ্ধে দেখ-
সকলেই মিলে এক জন এক জনা।
ওরে... এলাম গেলাম
পেলাম শুধু যন্ত্রনা,
জীবনে এসে-
জীবন খুঁজে পেলাম না।
কেউ বলে জল
কেউ ওয়াটার
কেউ আবার পানি,
তিন নামে বন্ধু
বস্তু এক খানি।
জীবন রাজবংশী
কাদোয়া, মুর্শিদাবাদ
-
ছড়া ও কবিতা
-
21-12-2020
-
-