অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
লুৎফুন নাহারের দু’টি কবিতা

অন্তরের ডাক
ভিমানী নদী
বয়ে চলে অদ্যবধি
বাঁকা রেখা এঁকে
ছলছল জল নিয়ে।

ক্ষীণ আশা নিয়ে বুকে
নিরাশার তরী যাই বেয়ে
কিনারা তার পাবে কি-না
না, জানিনা তা জানিনা।

ছোট একটা ঘর, 
মনের ভেতর
ছোট এক পাখি, 
করে ডাকাডাকি।
তোমার নাম ধরে, 
জপে যায় তসবি।
তুমি তা শুনো কি? 
শুনতে পাও কি?

গুঞ্জনে বসবাস যার সারাক্ষণ
শুনবে কি করে অন্তরের সে ডাক?

তোমাতেই আমি পূর্ণ
মাকে তুমি ভাঙবে যতবার
যতই করবে চূর্ণ-বিচূর্ণ
ততবারই তোমাকেই খুঁজবো
একমাত্র তোমাতেই আমি পূর্ণ।

তুমি ছাড়া আধেক আমি, 
আধেক সবকিছু
আধখানা প্রাণ তোমার নামে 
লিখেই দিয়েছি তো।

বাকী অর্ধেক বেঁচে থাকে 
ভীষণ প্রতিক্ষায়
বদ্ধ চোখের কপাট খুলে 
দেখলে তুমি নাই..

মনখারাপের দাস্তান যেন আমার কাছেই ধায়।

লুৎফুন নাহার। ইংল্যান্ড