অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বৃক্ষ - অর্জন পোদ্দার

বৃক্ষ কি কারও শত্রু
সে কি চায় কারো অনিষ্ট,
তাহলে মনুষ্য জাতি করছে কেন
তাদের বিনষ্ট?

কৃষক যখন প্রখর রোদে
চায় বিশ্রাম কান্ত দেহে,
তখন বৃক্ষই কিন্তু দেয়
সুনিবিড় ছায়া পরম স্নেহে।

বৃক্ষ পৃথিবীকে দান করেছে পরম সৌন্দর্য্য,
দান করেছে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য।
তাহলে কি এমন হলো মানবদের,
যে তারা রচনা করেছে সংগ্রাম বিরুদ্ধে বৃক্ষদের?

গাছ যদি কর্তন কর একটি,
তাহলে রোপন কর দু'টি।
ভালোবাস অরণ্যকে, ভালোবাস বৃক্ষ আর -উদ্ভিদকে
তাহলে ভালোবাসবে সৃষ্টিকর্তা তোমাকে।

অর্জন পোদ্দার
নরসিংদী সদর, বাংলাদেশ