দুঃখ - তন্ময় পালধী
তুমি একটা বর্ণমালা হলে
প্রতিটা বর্ণের মাত্রা বোঝা হয়নি আমার।
ভালবাসার মধ্যে একঘেয়েমি খুঁজে মুক্তি চাইলে,
অথবা ভালবাসা বিসর্জিত হলে -
এক সমীকরণ টেনে অনুভূতির ঘোরে থাকতেই ভালবাসি।
তোমাকে দূরে ঠেলে দিয়ে, জড়িয়ে থাকার
মনগহীনের পরস্পর বিরোধিতায়
কখনো আশ্রয় খুঁজি কখনো হতাশা।
আসলে আমাদের চাহিদার বায়নাক্কায়
তুমি রাজরানী। আসক্তির আবেশে তোমার রঙে
ডুবে গিয়ে বিষাদের মহল বানাই।
অথচ তুমি ত অবুঝ কিছু নও
বহুপথ চলা শেষে বুঝেছি -
তোমার অস্তিত্ব তোমাতে সঠিক
সুখ বা দুঃখ সবই আপেক্ষিক।
তন্ময় পালধী
শংকরপুর
ঠাকুরাণীচক
হুগলি
-
ছড়া ও কবিতা
-
24-12-2020
-
-