অন্ধকারের সওদাগর - টিটোন হোসেন
অন্ধ বিবেকের ছটফটানি-
কেউ কি কখনো অনুভব করেছে?
সবাই অন্ধ দোকানী!
পঁচা সওদার কি দাম দেবো?
সবাই তো জীবন্ত লাশ।
বায়ু সওদাগরের মান রাখিনি,
সে-তো মেঘে লুকিয়ে-
হিসেবের খাতা ধরে,
লাশের উৎকট গন্ধ ধরায়
কেউ কি ভেবেছি কখনো?
রাখালের বালুচর!
মুঠো মুঠো বালুর তেজ
বৃষ্টিবিহীন মরুবৃক্ষের আর্তচিৎকার
সবাই কি বধির!
শুধু মহাজন ছাড়া।
অন্ধ চোখ কতোটা জলাধার,
মাছের নগ্ন নারীমূর্তির গর্ভে
বিন্দু বিন্দু শিশির স্নান দেহ!
সাগরতলের বিস্ফোরণে দ্বিকবিদিকের
আর্তচিৎকার;
সবাই কি অন্ধ, বধির, অনুভবহীন!
সবাই কি ক্রেতা, বিক্রির ছলে!
বেশিদামের বাহানা
তাহলে কি ধরেই নেবো-
এটা খন্ডিত পৃথিবীর আধেক মায়া,
তাহলে কি সবাই.....
খন্ডিত পৃথিবীর দ্বিখণ্ডিত লাশ!
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
24-12-2020
-
-