অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শীতের সকাল - পঞ্চানন শিট

শুভ্র বেশী হিমেল সকাল
শীতের চাদর গায়ে,
শিশির স্নাত দূর্বা দলে
রুপোর নুপুর পায়ে।

পুব আকাশে উঠল রবি
হাসি মাখা মুখে,
উষ্ণ ছোঁয়ায় ভাঙায় যে ঘুম
বন শালিকের চোখে।

কন কনে শীত কাঁপছি সবে
আগুন পোহাই বসে,
ভরছে হাঁড়ি খেজুর গাছে
মিষ্টি মিষ্টি রসে।

শীতের সকাল মন্দ তো নয়
আমেজ সোনার রোদে,
মায়ের হাতের হরেক পিঠে
পেটে জাগায় খিদে।

বইলে বাতাস ওই উত্তুরে
শীতের পারদ নামে,
ঘোরাঘুরি আর পিকনিক খুব
ভালো ভাবেই জমে।

পঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত