অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
চক্রাকার আহুতি - কমল কুজুর

মি তো শুধু ভালোই বেসেছিলাম, ধর্মাবতার!
এর চেয়ে বেশি আর কিছু নয়।

শিউলির সুবাসে মোহিত নক্ষত্রপুঞ্জ হাজার বার যে গান শোনায় 
আমি শুধু সেই গানটাই শুনতে চেয়েছি।

গান শোনা কি তবে অপরাধ?
ফুলকে ভালোবাসা, তাও? আপনিই বলুন।

অনবরত দৃষ্টির ভেতর দিয়ে হৃদয়ে অবগাহন
সব কিছু বিসর্জন দিয়ে অসময় করি সমুদ্র মন্থন।

সংবিধান সিদ্ধ অধিকারে তুমি নাই বা ভালোবাসলে
আমিও তোমার প্রেমে রাখি মরবার অধিকার।

কমল কুজুর
কবি ও আবৃত্তি শিল্পী
দিনাজপুর।