তুমি আমার- নির্মল ভৌমিক
হিমালয় থেকে ছুটে আসা পরিযায়ী পাখি
কুয়াশা ভেদ করা সূয্যি,
সরিষার ফুলে উড়ে বেড়ানো মৌমাছি
ওরা জানে সেই
কবে থেকেই তুমি আমার।
এই মহাবিশ্বের বিন্দু থেকে সিন্ধু
কোথাও বাকি নেই কিছু,
ঋতুর পালাবদল, বায়ুমন্ডলের পঞ্চস্তম্ভ
সবখানেই অনিমেষ তুমি আমার।
আমের বনে,গানের ভুবনে
ভ্রমরের গুঞ্জনে,শিশির শিউলির শুভ্র আবরণে
জীবনের ভাঁজে প্রতি পরতে পরতে
অমোঘ ধারার নিত্য কারুকার্যে
তোমাকে দেখে চলেছি অবিরাম বিশ্বাসে
তুমি যে আমার অনিন্দ্য সুন্দর জীবনের দেবী।
আমার রেটিনা,আমার স্নায়ুবিক তন্ত্র
সবখানেই বুঝতে পারি তোমার স্পর্শ,
তোমার অনুপস্থিতি বলে আমার মাঝে কিছু নেই
তুমি আমার নিতান্তই আমার।
তুমি বিহীন আমার চারদিকে বেড়ে উঠে
নিষ্প্রাণ নগরী, শ্মশান ভূমি
ম্লান হয়ে যায় নিখিল বিশ্বের সমুদয় সৌন্দর্য
তুমি আমার, শুধু তুমিই আমার সীমাহীন প্রাচুর্যের ভূখণ্ড।
নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
28-12-2020
-
-