কম্বুকন্ঠ - তপনকান্তি মুখার্জি
আমি আকাশ হতে চেয়েছিলাম,
মেঘ হয়ে বৃষ্টি সেজে
নেমে এসেছি মাটিতে।
বাতাস হতে চেয়েছিলাম আমি,
অক্ষম ক্রোধের ভারে অঙ্গার হয়ে
এখন উড়ছি পৃথিবীর বুকে।
আমি পাহাড় হতে চেয়েছিলাম
গোপন ইশারায় মুখ খুলে
পড়ে গেছি ধপাস শব্দে।
চেনা পৃথিবীটা ভরে গেছে অচেনা মানুষে,
লেবুফুলের গন্ধ আর আসে না নাকে,
অখুশির হাটে সময় কাটাই কী করে?
আমি তাই অপেক্ষা রেখেছি আগলে আগলে।
এক মনের ইচ্ছায়
আর এক মন রাঙে কি?
তপনকান্তি মুখার্জি। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-12-2020
-
-