অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মিহি মিহি মায়া - শামীমা কালাম

সুই সুতায় সেলাই স্মৃতি, চাই না সোনা রুপা
অনুরাগের তাঁতের শাড়ি, গোলাপ ভরা খোঁপা।

পুরানো দিনের গানের মত চাহন নিরবতা
গলার হারে গাঁথিব বন্ধু তোমার আমার কথা।

গাঁয়ের মেলার পুঁতির মালা আলতা নূপুর পায়
নব বধূ কলস কাঁখে নদীতে যেমন যায়।

তেমন করে আমি বন্ধু কাঁচের চূড়ি হাতে
আঁকাবাঁকা মেঠো পথে হাঁটবো তোমার সাথে।

আষার মাসের ভরা গাঙে পালের তরি নিয়ে
নাইওর যাইওবো বাপের দেশে তোমার কোলে শুয়ে।

তোমার কোলে শুয়ে গো বন্ধু, তোমার কোলে শুয়ে
কোকিল শ্যামার গান শুনবো গাইবো দু’জন মিলে।

হাওড় বাওড় জলের বিলে শাপলা শালুক দেখে
ভাটিয়ালী মাঝির সুরে সুরে ঢেউ যাবো রেখে।

আসমানেরই জমানো মেঘে জমবো ছায়া ছায়া
তোমার আমার নকশি জীবন মিহি মিহি মায়া

শামীমা কালাম