অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শাকিল কালাম-র দু’টি কবিতা

স্বপ্নের পাখিরা
স্বপ্নের পাখিরা পালিয়ে যায়
দূর দূরান্তের কোন সে এক অচিন গাঁয়ে ।
পুষ্প-পারিজাতে একান্ত কোলাহলে
আনমনে একা আমি দাঁড়িয়ে আমি।

মধ্যরাতের নাটকীয়অতা শেষে কালোবেড়ালের
মত পা ফেলে চুপিচুপি। শিকারের খোঁজে
ভালোবাসা জমাতে জনমানবের কাছে শুধু 
গোলাপ নিয়ে কাড়াকাড়ি। আড়ালে আবডালে।
সাইরেন ঠিকই বাজে, সবুজ বাতি জ্বলে 
ভালোবাসার ট্রেন ছোটে গন্তব্যে।

সাজানো বাগানের বিদ্রোহ পাখিরা সরবে 
কলকালতিতে মেতে ওঠে, বিনি-সূতোর মালায় 
গাঁথা হৃদয়নদী, ভাসমান নৌকায় হবে তাদের বাসর।

কলাপাতা মন তোমায় ডাকছে
তুমি তো বলতে নীল আকাশ সুন্দর
মৃত্তিকার সবুজ ঘাস
আকাশের গ্রহ ও নক্ষত্র সুন্দর
আর গহীন বিলের পদ্ম।

পায়ে দলিত মথিত করেছি আমি
বসুন্ধরার তৃণরাজি।

আকাশের তারারা ডুবেছে কাক চোখ মেঘে 
বিলের পদ্ম ডুবেছে অতলান্তিক জলে
এখন ঘাস, নক্ষত্র, পদ্ম সবই গেছে হারিয়ে
বড়ো একাকী, অখন্ড অবসর আমার।

এ অলস সময়ে তোমাকে চাই প্রিয়া
কলাপাতা মন তোমাকে ডাকছে।

শাকিল কালাম। বাংলাদেশ